বিশ্ব চড়ুই দিবস উদযাপিত
নয়া ঠাহর,জয়পুর,( রাজস্থান):। আজ বিশ্বজুড়ে চড়ুই পাখি দিবস উদযাপন করা হয়। ছোট্ট ছোট্ট পাখি ঘর বাড়ির আনাচে কানাচে বাসা তৈরি করে সুখের সংসার করে বসবাস করে। ওদের জীবন যন্ত্রনা নেই শুধুই কিচির মিচির শব্দ আর আনন্দ। মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে সুখ দুঃখের সাথী হয়ে উঠে। আজ কাল নতুন নতুন বাড়ি নতুন মডেলের বাড়ি সেখানে কার্নিশ বা ফাঁক ফোকর থাকে না ছোট্ট পাখি চড়ুই এর বাসার জায়গা সব বন্ধ হয়ে গেছে। গ্রামের বাড়ির উঠন সংকুচিত হয়ে গেছে। বন জঙ্গল নয় মানুষের গা ঘেঁষে থাকতে ভালবাসে ক্ষুদ্র পাখি গুলি। সেই বন্ধু পাখি ক্রমশ বিলুপ্ত হচ্ছে। সারা বিশ্বে ২৩লাখের মত এই পাখি বেঁচে আছে বলে এক সমীক্ষায় বলা হয়েছে। আসনের আরন্যক সহ দেশের বহু প্রকৃতি প্রেমী সংগঠন আজকের দিনে ছোট ছোট খাঁচা তৈরি করে দান করা হয়। মোবাইল এই ছোট্ট বন্ধু পাখিদের শত্রু ,৫, জি চালু হওয়ার পর চড়ুই পাখিদের মোবাইল এর বিষাক্ত চৌম্বক রস্মি র প্রভাবে হাজার হাজার বন্ধু ক্ষুদ্র পাখি মারা যায় সরকার বিজ্ঞানের জয়গান গাইছে আর প্রাকৃতিক জগত অন্ধকার ডুব ছে।( ছবি অনিল রায়)
কোন মন্তব্য নেই