Header Ads

রাহুল গান্ধীর সমর্থনে লন্ডনে পথ সভা ,আবার মামলা

নয়া ঠাহর,যোধপুর;   সুরাতের আদালতে রাহুল গাঁধীকে দুবছর জেল দেওয়ার আদেশের বিরুদ্ধে  সংসদে সোনিয়া  গান্ধী ও বিরোধী নেতারা কালো পোশাক পড়ে প্রতিবাদ করেন। আদানির বিরুদ্ধে জে পি সি গঠনের দাবিতে সংসদ অচল হয়ে পড়ে। আর এস এস গান্ধী কে  হত্যা করেছে বলে  মহারাষ্ট্রের এক জনসভায়   মন্তব্য করায় আবার রাহুলের  বিরুদ্ধে মানহানির মামলা করেছে এক কংগ্রেস  সংসদ।  লন্ডনে "ভারতে গণতন্ত্র বিপদে" বলে ব্যানার নিয়ে এক পথ সভা করা হয়। আজ আবার রাহুল হুঙ্কারের সুরে বলেছেন তিনি  ভারতের স্বার্থর বিরুদ্ধে কথা বলেন না তার  ক্ষমা  চাওয়ার প্রশ্ন  নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.