অসম কন্যা লাভলিনা বুড়াগোহাই স্বর্ণ পদক,বিশ্ব চ্যাম্পিয়ন
নয়া ঠাহর ,যোধপুর ,(রাজস্থান):অসম কন্যা লাভলিনা বড়গো হাই বিশ্ব মহিলা বক্সিং এ ফাইনালএ৭৫ কেজি ওজনে অস্ট্রেলিয়ার কোর্টলীন পার্ক কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন। অসমের লাভলিনা ২০১২ সালে স্কুলে বক্সিং শুরু করেন। অসমের গ্রামের বাসিন্দা তিন মেয়ের বাবা দারিদ্রের মধ্যেও ওদের খেলা ধুলাতে বাধা দেন নি।২০১৮ সালে লাভলিনা কমনওয়েলথ গোল্ড জিততে পারেন নি হতাশ হয়ে পড়েন।পরে যোগ ব্যায়াম করে সফল হন।
কোন মন্তব্য নেই