Header Ads

রাহুল ইস্যুতে বিধানসভা দুবার মুলতুবি, হুলস্থুল তিনজন সদস্য বহিস্কার

অমল গুপ্ত ,গুয়াহাটি: বিধানসভা মুলতবি প্রস্তাব কে কেন্দ্র করে হুলস্থল পরিস্থিতি সৃষ্টি হয়।রাহুল  গান্ধী র নামে  স্লোগান দিতে দিতে  হাতে প্ল্যাকার্ড  নিয়ে  কংগ্রেস  বিধায়ক রা কালো পোশাক পরে  বিধায়ক হোস্টেন থেকে বিধান সভা তে রাহুল গান্ধীর বিরুদ্ধে  সুরাত আদালতের রায় দানের  বিরুদ্ধে মুলতবি  প্রস্তাব উত্থাপন করেন  বিরোধী দল পতি দেব ব্রত সাইকিয়া   অধ্যক্ষ  বিশ্বজিৎ      দৈমারী  তা অগ্রাহ্য করেন। কংগ্রেস দল রাহুলের ইস্যুতে সংসদীয় যৌথ কমিটি  গঠনের দাবি না মানায় হুলস্থল পরিস্থির সৃষ্টি করলে অধ্যক্ষ  কামালাখ্য দে   পুরাকাযস্থ  ,অখিল গগৈ  সহ তিনজনকে দিনের মত বহিস্কার করেন। মুখ্যমন্ত্রী   হিমন্ত বিশ্ব শর্মা  রাহুল কে অনভিজ্ঞ নেতা আখ্যা দিয়ে কংগ্রেস  বিধায়ক দের ৫এপ্রিল পর্যন্ত বহিস্কার করার দাবি জানান।আজ অসমে রাহুল গান্ধীকে  সংসদে অযোগ্য ঘোষণা করার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ হয়।সংসদেও প্রতিবাদে মুখর হয় কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.