Header Ads

দিসপুর প্রেস ক্লাবের অষ্টম বার্ষিক অধিবেশন ও সম্বর্ধনা সভা

অমল গুপ্ত গুয়াহাটি:দিসপুর প্রেস ক্লাবের অষ্টম বার্ষিক অধিবেশন ও সম্বর্ধনা  সভা সুচারুভাবে অনুষ্ঠিত হয়।আজ গুয়াহাটি দিসপুর পি ডব্লিউ ডি  প্রশিক্ষণ কেন্দ্রের প্রেক্ষা গৃহে  দিসপুর প্রেসকাবের সূচনা পর্বে সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায় ক্লাবের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন সমাজ সেবার  উদ্দেশ্যে   এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। করোনা ,বন্যার মত প্রাকৃতিক   দুর্যোগের সময় দিসপুর প্রেস ক্লাব   সেবার কাজ করে ছিল।  আজ ক্লাবের ক্লাবের বর্তমান সভাপতি নরেশ সাইকিয়া, প্রাক্তন সভাপতি তথা বাংলা পোর্টাল "নয়া ঠাহর "এর সম্পাদক অমল গুপ্ত,প্রাক্তন সভাপতি গিরিন সাইকিয়া  প্রাক্তন সাধারণ সম্পাদক নব ঠাকুরিয়া , বিশিষ্ট সাংবাদিক  ধীরেন চক্রবর্তী ,  বিশিষ্ট সাংবাদিক মুকুল  কলিতা ,সবিতা লহকর  প্রাক্তন সভাপতি বৈকুণ্ঠ গোস্বামী প্রমুখ দের সম্বর্ধনা জানানো হয়।  ধীরেন  চক্রবর্তী তাঁর  ভাষণে বলেন দেশের মধ্যে একমাত্র তিনিই ৯৫বছর বয়সে নিয়মিত বেতন পাচ্ছেন।  গুয়াহাটি প্রেস ক্লাবের প্রাক্তন  সাধারণ সম্পাদক  নব ঠাকুরিযা  যিনি জেনেভা ভিত্তিক সংবাদ সংস্থার ভারতের প্রতিনিধি বলেন সব প্রেস ক্লাব কে এক জোট ভাবে  জ্বলন্ত সমস্যা নিয়ে লড়াই করা উচিত। বিশিষ্ট সাংবাদিক রণেন গোস্বামী বলেন খবরের সঙ্গে কার্টুন কেও সমান গুরুত্ব দেওয়া উচিত।  পি আই বির বিশিষ্ট সাংবাদিক   গিরিন্দ্র সাইকিয়া ও বলেন সমাজের স্বার্থে সাংবাদিক দের এগিয়ে যাওয়া উচিত।  বিশিষ্ট সমাজ কর্মী শংকর  দাস 
বলেন সব প্রেস ক্লাব কে এক জোট ভাবে সমাজের কাজ করা উচিত। সাহসী মহিলা  সাংবাদিক  সবিতা লাহকর  যিনি সমাজের একশ্রেণীর ভালো মানুষের  মুখশ খুলে দিয়ে ছিলেন তাই আজ বেকার জীবন কাটাচ্ছেন।তিনি বলেন সাংবাদিক দের জীবনের  নিরাপত্তা নেই। যে  কোনো সময় চাকরি চলে যেতে পারে।  সমাজের বিভিন্নি  ক্ষেত্রে অবদান থাকা সফল ব্যক্তিদের সম্মান  জানানো  হয়. ।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.