Header Ads

বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস মুখ্যমন্ত্রী এই ব্যর্থতা মাথা পেতে নিলেন

 অমল  গুপ্ত:,গুয়াহাটি:অর্থমন্ত্রী  অজন্তা  নেঅগ  আজ বিধানসভা তে2023,-2024  অর্থ বছরের বাজেট পেশ  করেন।   রাজ্যের বেকার সমস্যা  ,পথ ঘাট নির্মাণ,শিক্ষা,  চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো  ,কৃষি ,পর্যটন ইত্যাদির  ক্ষেত্রে  বিশেষ জোর দেন।বিধানসভাতে মুখ্যমন্ত্রী  রাজ্যে বিজ্ঞানের প্রশ্ন ফাঁসের  খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন  এই ব্যর্থতার দায় ভার তাকে  নিতেই হবে। দাবি করেন এই ঘটনার 48 ঘন্টার মধ্যে  অপরাধীদের গ্রেফতার  করা হয়েছে।  এই ঘটনার পর  চারটি জেলাতে  ছড়িয়ে দেওয়া হয়েছে।   বলেন সেবার দোষ নেই। সেবাকে সংস্কার করা হবে।  মুখ্যমন্ত্রী বলেন  পরীক্ষাথী দের  নিরাপত্তা  দেবার দায়িত্ব সরকারের। অসমে সার্বিকভাবে  শান্তির ফিরে এসেছে   তার   জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে সাধুৱাদ  জানালেন মুখ্য মন্ত্রী। অর্থ মন্ত্রী অজন্তা নেওগ আজ নিয়ে তিন বার বাজেট পেশ করে  সুনাম কুরলেন।  তিনি রাজ্যের পর্যটন  কেন্দ্রের উন্নতির জন্যে কামখ্যা ধামে এলিভেটেড   পথ কাজিরাঙা তে এলি ভেটেড  সড়ক নির্মাণের সঙ্গে  গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকায় শিলচর থেকে  কালাইন পর্যন্ত এলিভেটেড পথ নির্মানের কথা ঘোষণা করেন। সবুজয়াননের জন্যে 10 হাজার  হেক্টর জমিতে 6 কোটি  বৃক্ষ রোপনের  কথা জানান।  চা বাগানের  উন্নয়নের উপর বিশেষ জোর দেন।রাজ্যে আরো অঙ্গনবাদী কেন্দ্র  খোলার কথা  জানান  মাইক্রো ক্রেডিড নেওয়া ব্যক্তিদের ঋণ মুকুমের জন্যে 5000 কোটি টাকার   তহবিল গড়বে সরকার এর ফলে 27 লাখ হিতাধিকরি উপকৃত হবে। অর্থ মন্ত্রী  935,23 কোটি টাকা  র   deficit.   Bajet. দিয়েছেন নতুন  কর নেই.


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.