Header Ads

বদর পুর পৌর. সভা জল কাদা র বৃত্তে আতঙ্কিত



*বদরপুর পৌরসভার বতর্মান অবস্থা* 


 *নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর :* 
বদরপুর টাউন কমিটি বদলে
গিয়ে পৌরসভার রূপান্তর ঘটে। টাউন কমিটি  ছিল বিজেপির দখলে আগে ।এখনও পৌরসভাটি বতর্মানে  বিজেপি দলে এসেছে । রাজ‍্যে বিজেপি। কেন্দ্রেও বিজেপি সরকার । তবুও তেমন উন্নয়ন চোখে লাগার মত নয়। রাস্তা- ঘাটের হালচাল হকিকত বদলেনি বদরপুর পৌর এলাকায় ।পরিবর্তনের হাওয়া দিয়ে ভোটের ময়দানে বুঝিয়ে দেওয়া হয়েছিল শহরটিতে রাতারাতি উন্নয়ন করা হবে। যেমন পানিওজল ও রাস্তাঘাটের নিত্য প্রয়োজনীয় সমস্যা মিটিয়ে দেবেন। সচেতন পৌরএলাকাবাসী ভেবেছিলেন শহরটিকে তিলোত্তমা শহর দেখতে পারবেন । তাও চোখে লাগার তেমন কিছু হয়নি। পৌরসভার  বয়স বছর অতিক্রম করে দুটি বছরে পা দিতে চলছে। এবার ওয়ার্ডমমেম্বারও বিজেপির। একজন এজিপি সমর্থনের ওয়ার্ড মেম্বার।ভোটের ময়দানে পৌরসভায় এবারের   বিশেষ করে যুবক ও যুবতি বিজেপি নেতাদেরকে জয় জয়কার করেছিলেন বদরপুরবাসী। আশা ভরসা নিয়েই। তাই বেশি ভাগ এগারো ওয়ার্ডের মধ্যে যুবক ও যুবতী নেতার জয় হয়েছে। কর্মবীর যুবক ও যুবতীনেতার দিকে চেয়ে আছেন ভোটার। তবে তেমন  উন্নয়নের মুখ দেখতে পারেননি জনগণ ।জয়ের রোষে কিছু উন্নয়নের  কাজে প্রাথমিক হাত পড়েছে ধীরগতিতে ।বর্তমানে ইউডিএফ বিধায়ক বদরপুর বিধানসভায় । করিমগঞ্জ-হাইলাকান্দি নিয়ে  তপসিল এক নং সাংসদীয় এলাকাও,  বিজেপির দখলে। বদরপুর পৌরসভায় বিজেপিও শক্তিশালী অবস্থায়। তবু কাজের বা উন্নয়নের গতি পৌরএলাকা অতিরিক্ত দূর্বল। এখন ভুক্তভোগি পৌর এলাকার জনসাধারণ তাই ভাবচ্ছেন।বৃষ্টি নেমে গিয়েছে। বেহাল রাস্তা-ঘাট ছাড়া তীব্র সংকটেও বিশুদ্ধ পানিজলের অভাব। বিশেষ করে শহরতলী  জুমবস্তীর নাগরিকদের অভিযোগ ।বৃষ্টিতে রাস্তা-ঘাটগুলো কাঁদা-জলের মধ্যে পথাচারিদের হাটাফেরা করতে হয়। বিগত কয়েক বছর থেকে  এইভাবে দূর্ভোগ পোয়াতে হচ্ছে। বেশি বর্ষায় শোচনীয় হয়ে পরে বিভিন্ন রাস্তা।মাঝে মাঝেই ছোট বড় গর্ত। পাহাড়,টিলা-টক্করে ঘেরা এই জুমবস্তী। পৌরশহরের এলাকায় জনসংখ্যা কমও নয়। ক্রমবর্ধমান জনবসতি। তৈরি হচ্ছে মানুষের প্রয়োজনে ঘর-বাড়ী, প্রাসাদ,দালান-কোটা ইত্যাদি। এলাকার জল নিস্কাসনের মাষ্টার ড্রেইনিং সিস্টেম একদম নাই বলেই চলে। অবৈজ্ঞানিক ভাবে টিলা-টক্কর কেটে নিজস্ব প্রয়োজনটাই কাজে লাগানো হচ্ছে। ফলে সাভাবিক বৃষ্টির জল নামতে পারছেনা। তাই কৃত্রিম জলে রাস্তা-ঘাট জলের তলে চলে যায়। বৃষ্টির জল জমার মত খাল,বিল ও হাওর পযর্ন্ত মাটি জলে মিশে ভর্তি হয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় বজ্রপদার্থ, প্লাষ্টিক সহ অন‍্যান‍‍্য অকেজো সামগ্রী ফেলে ভর্তি হচ্ছে খাল বিলগুলি। ফলে পরিবেশ পযর্ন্ত নষ্ট হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.