উত্তর পূর্বাঞ্চলে অষ্ট লক্ষ্মী র পীঠস্থান উন্নয়নে কেন্দ্র সরকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী
নয়া ঠাহর ;গুয়াহাটি:প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আজ নাগাল্যান্ড ও শিলং সফর করে নির্বাচনী প্রচার চালান। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রধান মন্ত্রীর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রচার চালান। প্রধান মন্ত্রী পদ যাত্রার বদলে গাড়ীতে প্রচার চালান। বলেন একমাত্র বিজেপি উত্তর পূর্বাঞ্চলএ সার্বিক উন্নয়ন ঘটিয়েছে । ভোটে জয়লাভ করে উন্নয়ন আরো জোরদার করা হবে বলে আশ্বাস দেন।বলেন বিজেপি ক্ষমতায় আসবে।তাকে সেবা করার সুযোগ দেবে।।মেঘালয়কে এ টি এম হিসাবে ব্যবহার করে আসছে। অপরদিকে নাগাল্যান্ডে ৭৫শতাংশ হিংসা হ্রাস পেয়েছে। শান্তি ফিরেছে বলে দাবি করেন প্রধান মন্ত্রী।
কোন মন্তব্য নেই