Header Ads

আবার পাহাড়ে ধস কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

নয়া ঠাহর, গুয়াহাটি: উত্তর পূর্বাঞ্চলের সিংহ দুয়ার  গুয়াহাটি  মহানগরীর আশ পাশে ১৭টি সবুজ পাহাড় আছে।এই সব পাহাড়ে  বেআইনি  বসত গড়ে উঠেছে।  গাছ পালা সব কেটে ,জলের সব উৎস ধ্বংস করে বসবাস করছে, সরকার চুপ চাপ থাকে।  গাছ   পাথর মাটি বলি ধরে রাখে গাছ কাটার ফলে মাটি হালকা হয়ে যায়। অল্প বৃষ্টিতে ধস নামে পাহাড়ে। আজ নূনমাটির সৃষ্টি নগরে  অবস্থিত পাহাড়ে  মাটি কাটার সময় কয়েক জন শ্রমিক চাপা পড়ে মারা গেছে। এদিকে অন্য এক খবর সোনিতপুরে এক গাড়ি দুর্ঘটনায় 5,জন যুবক মারা গেছেন।বিয়ে বাড়িতে পাঁচ বন্ধু  দুইফট ডিজিয়ার নামে গাড়িতে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.