Header Ads

প্রেম দিবস নয় আজ সেনা জোয়ান দের আত্ম ত্যাগে র স্মরণ দিবস

নয়া ঠাহর ,গুয়াহাটি: আজকের দিনে  কাশ্মীরের পুলওয়ামাতে শতাধিক ভারতীয় সেনা কে হত্যা করা হয়েছিল।এই দিবস টি কালো দিবস হিসেবে উদযাপন করা হয়। সেনাদের দেশ প্রেম কে স্মরণ করা হয়। আর আজই ভ্যালেন্টাইন ডে নামে চরম   নোংরামি চলে।গুয়াহাটির মত ছোট শহরে এক একটি লাল গোলাপ  ফুল ১০০,২০০টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরুকে আলিঙ্গন করার ডাক দেওয়া হয়েছে  ,চুমু  খাওয়ার দিবস হিসেবে  গণ্য করা হচ্ছে। সব কিছুর মূলে  চূড়ান্ত   নোংরামি  পশ্চিমী সংস্কৃতি দেশের  যুব সমাজ কে  অবক্ষয় এর  দিকে নিয়ে যাচ্ছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.