Header Ads

গোমো স্টেশনের নাম নেতাজী সুভাষ চন্দ্র বসু,বাংলায় নেই কেন?

অমল গুপ্ত ,ব্যাঙ্গালুরু: ,বাংলায়  কোন রেল স্টেশনে র নাম নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে করা হয় নি।স্টপজের নাম সুভাষ আছে। বিহারের গোমো স্টেশনের নাম নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে করা হয়েছে।নেতাজী এই স্টেশনে এক রাত্রি বাস করে ছিলেন পেশোয়ারে যাবার জন্য। রাতের আঁধারে  এই স্টেশন থেকে পেশোয়ার হয়ে সুদূর জার্মান চলে গিয়ে ছিলেন। ১২৭কিলোমিটার  ডুবু জাহাজ বিদেশ যান দুঃসাহসিক যাত্রা ছিল ভারতের স্বাধীনতার জন্যে।  বর্ধমানের রাস রাসবিহারী বসু গোপনে জাপান গিয়ে এক জাপানি মহিলা কে বিয়ে করে ছদ্মবেশে মাছের ব্যাবসা করতেন গোপনে অস্ত্র শাস্ত্র আমদানি করে,আজাদ হিন্দ বাহিনীর জন্ম দিয়ে ছিলেন।সেই আই এন এর এর জোয়ানরা আজও সুবিচার পেলেন না। নেতাজী সেই আজাদ হিন্দ  বাহিনীর হাত ধরে  দেশ কে স্বাধীনতার দৌড় গোড়ায় পৌছিয়ে দেন। বাঙালিরা  মনে রাখেনা। জাপানের রাজার দ্বারা সম্মানিত রাস বিহারি বসুর বিরাট স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে জাপানে ।আজ ভারতে নেতাজির মত মানুষকে নিয়ে  রাজনীতি করা তথাকথিত কন্যা  পামেলা বসু  রেনকোজি মন্দির থেকে ভস্ম ধার আমার দাবি তুলেছেন।   প্রাক্তন রাষ্ট্র পতি প্রণব  মুখার্জী ও এই দাবি তুলে ছিলেন
   নেতাজী  তদন্ত কমিটির প্রধান বিচারপতি মনোজ  মুখার্জী লাল অক্ষরে লিখে গেছেন। টাইহুকু তে  বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্য হয় নি। আজ প্রজাতন্ত্র দিবসে নেতাজীকে স্মরণ করা হবে কি?  (নয়া ঠাহর এর সম্পাদক অমল গুপ্ত বেঙ্গালুরুর  মলিপাল হাসপাতালে  চিকিৎসার জন্যে এসেছেম।)





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.