Header Ads

নেতাজী কে হাইজ্যাক করে শয়তানি চাল দিচ্ছে আর এস এস বলেছেন নেতাজী তনয়া পামেলা বসু

 জহরলাল  সাহা     ,গুয়াহাটি    :আপনি  সম্বাদ পরিবেশন করেছেন , নেতাজির মেয়ে বলেছেন যে নেতাজির আদর্শের উল্টো দিকে চলেছে আর এস এস । - এটা যথার্থ। সজ্ঞানে এবং পরিকল্পিত দুষ্ট উদ্দেশ্যে নেতাজিকে হাইজ্যাক করার এই শয়তানি  চাল দিচ্ছে ওরা। প্রথমতঃ যারা বল্লভ ভাইয়ের ভক্ত তারা তো ঐতিহাসিক এবং নীতিগত কারণেই নেতাজি বিরোধী। প্যাটেল মহোদয় পরবর্তী কালে ছয়শত রাজ্য  এক করার কৃতিত্ব দাবি করতে পারেন। কিন্তু নেতাজির পন্থায় তা কোনো সমস্যাই হতো না। গান্ধী-প্যাটেল তো ভারতীয় পুঁজিপতিদের স্বার্থেই নেতাজিকে কংগ্রেস থেকে তাড়িয়েছিল। ভল্লভ ভাইয়ের বড় ভাই বিঠলজি বিদেশে ভারতের কাজ চালাবার জন্যে নেতাজিকে তার সম্পত্তি উইল করে দিয়ে যান । কিন্তু নেতাজি প্রোবেট নিতে গেলে এই বল্লভ ভাই বাধা দেন, বলেন যে নেতাজি তাদের পারিবারিক সম্পত্তি " হরপ" করতে গিয়েছেন।  নেতাজির চিরশত্রু এই বল্লভ ভাইয়ের সাচ্চা ভক্তরা কী করে নেতাজিকে মানতে পারে? কোনো অঙ্কই এ-কথা বলে না। নেতাজির মেয়ে ঠিক কথাই বলেছেন। নেতাজির সমাজতান্ত্রিক অর্থনৈতিক পরিকল্পনার বাহন তার প্ল্যানিঙ কমিশন ভেঙে দিয়ে নিতি আয়োগের মাধ্যমে কেপিটালিস্টদের কাছে সব বাধা দেওয়া হয়ে গেল।  এবার নেতাজিকে নীলামে তোলার পালা। নেহরু কংগ্রেস সমাজতান্ত্রিক শপথ নিয়ে নেতাজির সঙ্গে গাদ্দারি করেছে, তার ফল পেয়েছে। তথাকথিত বামেরা নেতাজির প্রতি কৃত কুকর্মের জন্য আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। নেতাজি ছিলেন বামপন্থী, কিন্তু কায়মনোবাক্যে বিবেকানন্দবাদী সমাজতান্ত্রিক। এই পথই ভারতের পথ। এর জন্যে প্রবল জনজাগরণ চাই। সাংবাদিক হিসাবে এই চ্যালেঞ্জটা নিন। আমি শিক্ষকতার পথে। ধন্যবাদান্তে
      - শ্রী জহরলাল সাহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.