Header Ads

পাক অর্থ মন্ত্রী বলেছেন তাদের অর্থ নীতি ঈশ্বরের ভরসাতে দাঁড়িয়ে

ব্যাঙ্গালুরু , অমল গুপ্ত  ::ভারতের  অর্থনীতি দাঁড়িয়ে আছে নিজের  দেশের মানুষের আর্থিক অবস্থার উপর। আগামী ২০২৪,সালে লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে অর্থ মন্ত্রী সীতারাম দেশের   মধ্যবিত্ত  শ্রেণীর উন্ময়নকে সামনে রেখে বাজেট পেশ করবেন। তার বদনাম  আছে দেশের নিম্ন শ্রেণী কে  খুশি করতে বরাবর বাজেট পেশ করেন। এবার নিবাঁচন মুখী বাজেটে দেশ বাসীর মাথায় ছাদ, সবার জন্যে দুবেলা খাদ্য,সবার ঘরে বিশুদ্ধ জল  চিকিৎসা  সুনিশ্চিত করার লক্ষ্যে বাজেট পেশ করবেন সীতারাম।দেশের অর্ধকাশ স্বরূপ নারী সমাজের ব্যাপক উন্নয়ন নিয়ে বহু  প্রকল্প তো থাকবেই। আগামী ১ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন মহিলা অর্থ মন্ত্রী। রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মূ নয়া সংসদ ভবনে ভাষণ দেয়ার পর বাজেট অধিবেশনে শুরু হবে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.