বছরের অন্তিম দিন ৩১ ডিসেম্বর ও১ জানুয়ারি এই দু দিনে ৬কোটি টাকা মদ বিক্রি হয়েছে
নয়া ঠাহর,গুয়াহাটি অসমে মদ খাওয়ার প্রবণতা বাড়ছে।গত বছরের থেকে দ্বিগুন মদ প্রায় ৬কোটি টাকা বিক্রি হয়েছে। বিজেপি সরকার মদ বিক্রির অতিরিক্ত লাইসেন্স দেওয়া হয়েছে।আজ নেশা মুক্তি কেন্দ্র সফর করেন মন্ত্রী পীযুষ হাজারিকা। মাদক মুক্ত পরিবেশ চাইছে সরকার আবার মদ বিক্রির লাইসেন্স ও ইস্যু করছে।
কোন মন্তব্য নেই