তেজপুরে স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা বেনজির ঘটনা
তেজপুরে স্ত্রীর অত্যাচারে আত্মহত্যা করেছেন স্বামী....
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 4 জানুয়ারি: প্রসঙ্গত, স্বামীর অত্যাচারে সাধারণত স্ত্রী আত্মহত্যা করে। কিন্তু উল্টো ঘটনা লক্ষ্য করা গেছে তেজপুরে। উল্লেখ্য, একদিন আগে স্বামী নারায়ণের বিরুদ্ধে তেজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন তেজপুর গড়োয়ানপট্টির বাসিন্দা নারায়ণ সরকারের স্ত্রী অনিতা দাস সরকার। স্ত্রীর অভিযোগ যে নারায়ণ অনিতাকে অনেক অত্যাচার করে, স্ত্রী মামলা দায়ের করার পরপরই, স্বামী নারায়ণ তেজপুর জাহাজঘাট স্থিত ব্রহ্মপুত্র নদীতে আত্মহত্যার চেষ্টা করে, যাতে তিনি ব্যর্থ হন। কিন্তু স্থানীয় পুলিশ নারায়ণকে ধরে, থানায় নিয়ে যায়, মারধর করে ছেড়ে দেয়। এদিকে মামলা দায়ের করে অনিতা তার নিজেস্ব বাড়িতে চলে যায়। থানার থেকে বাড়ি ফিরে আসার পর, নারায়ণ তার স্ত্রীকে ফোন করে এবং বলে যে এই ঘটনায় সে খুবই মর্মাহত, তাই সে আজ আত্মহত্যা করবে। লক্ষণীয় বিষয় হল, নারায়ণের স্ত্রী যদি সময়মতো নারায়ণের পরিবারের সদস্যদের এ কথা জানাতেন, তাহলে নারায়ণ আজ বেঁচে থাকতে পারতেন। কিন্তু একই কথা নারায়ণের স্ত্রী অনিতা নারায়ণের পরিবারকে জানায় খুব গভীর রাতে, এই খবর পেয়ে নারায়ণের পরিবারের সদস্যরা যখন নারায়ণের কোঠায় ( রুম এ )যায় তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিলো । গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন নারায়ণ। এই ঘটনার পর নারায়ণের পরিবার অনিতাকে দায়ী করে ঘটনার তদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করে।
কোন মন্তব্য নেই