Header Ads

ধ্বনির কর্মসূচিতে সহায়তার জন্য করিমগঞ্জের সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন



নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি -  সুপরিচিত দিল্লি-ভিত্তিক সাংস্কৃতিক সংস্থা ধ্বনির সভাপতি তথা দেশের প্রথম সারির কথক নৃত্যগুরু ভাস্বতী মিশ্র বুধবার রাজধানীতে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে আসামের করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মাল্লার সাথে দেখা করেন।
প্রখ্যাত নৃত্যগুরু ভাস্বতী মিশ্র মানসিক স্বাস্থ্য এবং পারফর্মিং আর্টের  উপর সম্প্রতি রাজধানীতে আয়োজিত ধ্বনির অনুষ্ঠানের প্রতি সমর্থন দেওয়ার জন্য মাননীয় সাংসদ সদস্যকে সংস্থার তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।   
সাংসদ মাল্লা সামাজিক সংস্থা ধ্বনির মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ভবিষ্যতের কর্মসূচীতে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। 
সাংসদ বলেন যে আধুনিক বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়টির ব্যাপক গুরুত্ব রয়েছে। মাল্লা আরও বলেন জাতীয় শিক্ষা নীতিতেও আগামী প্রজন্মের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি সমাধানের উপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.