Header Ads

বছরের শেষ "মন কি বাত' বেতার বার্তায় প্রধানমন্ত্রী কোভিড বিধি মানার পরামর্শ দেন

নয়া ঠাহর ,গুয়াহাটি:   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তাঁর জনপ্ৰিয়  বেতার বার্তা মন কি বাত অনুষ্ঠানে  বিশ্বজুড়ে আবার কোরোনা সংক্রমণ উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।তিনি ।মাস্ক ব্যবহার ,ঘনঘন হাত ধোয়া, ভিড় ভাট্টা এড়িয়ে চলার পরামর্শ দেন।  তিনি বলেন সবকে সতর্ক  থাকতে হবে।  





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.