Header Ads

কালিয়া ভোমরা সেতু বিপদজনক অবস্থায়

নবনির্মিত কোলিয়া ভোমরা সেতু ঘিরে যাচ্ছে বিপজ্জনক অবস্থায় ......??
স্টাফ রিপোর্টার , শোণিতপুর ২৫ ডিসেম্ব : তেজপুর ও নগাঁও শহরকে বিভক্ত করা নদী ব্রহ্মপুত্র , যেখানে সম্প্রতি একটি নতুন সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, এখন সেই সেতুটি  বিপদজনক অবস্থায় ঘিরে যাচ্ছে । উল্লেখযোগ্য যে তেজপুর এবং নগাঁও শহরের সাথে সংযোগকারী ব্রহ্মপুত্র নদীর উপর 500 কোটিরও বেশি ব্যয়ে নির্মিত সেতুটি এই বছরের 1 নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু উদ্বোধন করেছিলেন। একই সেতুর এই প্রান্ত থেকে অর্থাৎ তেজপুর প্রান্তের ঠিক কাছে থেকে ব্যাপকভাবে ভূমিধস হচ্ছে। দ্রুত ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলার বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা বলছেন, দ্রুত এই ভূমিধস বন্ধ করা না হলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। উল্লেখ্য যে হঠাৎ দুদিন ধরে সেতুটির এইপারে অর্থাৎ তেজপুরস্থ পারের কাছ থেকে ভয়ঙ্কর ভূমিধস আরম্ভ হওয়ায় পরিস্থিতি বিপদজনক অনুভব হচ্ছে। যদি এই ভূমিধস যথা সম্ভব ঠিক করা না হয় তবে অতি শীঘ্রই এর পরিনাম ভয়ঙ্কর হতে পারে বলে উল্লেখ করেছে সচেতন মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.