মদের বিরুদ্ধে আন্দোলন তেজপুরবাসীর
দেশি-বিদেশি মদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তেজপুরবাসী।
স্টাফ রিপোর্টার, শোণিতপুর ৩ ডিসেম্বর: কথিত আছে যে বাবা-ছেলে, ভাই-বোন, স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সম্পূর্ণরূপে নষ্ট করতে মদ একটি রাম তীরের মতো কাজ করে। শুধু তাই নয়, মদের কারণে তারা ঘরে বা সমাজে তৈরি হওয়া ভালো ভাবমূর্তিকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। ইতিহাস সাক্ষী যে মদের কারণে অনেক রাজাই তাদের রাজ পাঠও হারিয়েছেন। বর্তমানে এই মদের কারণে সমাজে, এলাকাতে এমনকি রাস্তাঘাটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে, সরকার এসব ঘটনাকে শুধু উপেক্ষাই করছে না, তাছাড়া এসব অপ্রীতিকরদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না। অসম সরকারের এই মনোভাবের পরিপ্রেক্ষিতে শুধু তেজপুর বিহগুড়ি অঞ্চলের স্থানীয় মানুষই নয় বরং ছাত্র নেতারাও দেশি-বিদেশি বৈধ-অবৈধ মদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন। উল্লেখ্য যে, বিগত কয়েকদিন যাবৎ সমগ্র বিহগুড়ি অঞ্চলে বৈধ-অবৈধ দেশী-বিদেশী মদের ব্যবসার কারণে এই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যদিও স্থানীয় জনগণ একাধিকবার এসব ঘটনার অভিযোগ করেছে স্থানীয় পুলিশ ও স্থানীয় বিধায়ককেও । কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় লোকজন অতিষ্ট হয়ে নিজেই আন্দোলন করে এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তবে স্থানীয় বিধায়ক এবং পুলিশের দ্বারা নীরব অবলম্বন করা ঘটনা সচেতন মহলকে গভীর চিন্তিত করে তুলেছে।
কোন মন্তব্য নেই