অসমে কোভিড এর নতুন এস ও পি জানুয়ারি মাসে
নয়া ঠাহর,গুয়াহাটি:অসমের করোনা সংক্রমণ নিয়ে সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এস ও পি লাগু করা হতে পারে আজ স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত একথা জানান।
নয়া দিল্লীর চিত্রশিল্পী অরূপ গুপ্তর কিছু শিল্পকর্ম
কোন মন্তব্য নেই