Header Ads

বিশিষ্ট অ্যাডভোকেট অভিজিৎ ভট্টাচার্য্য প্রয়াত

শ্রদ্ধাঞ্জলি :::সিনিয়রের প্রতি বিনম্র শ্রদ্ধা



অভিজিৎ ভট্টাচার্য্য, অ্যাডভোকেট অন রেকর্ড, সুপ্রিম কোর্ট, ছিলেন নম্র স্বভাবের একজন আত্মবিশ্বাসী মানুষ। তাকে জীবনে কখনও হতাশাগ্রস্থ হতে দেখিনি। নিজেকে সুচারূপে আইনসঙ্গতভাবে পুরো জীবন চালিত করেছেন।ভারতীয় ন্যায়ের সর্বোচ্চ মন্দিরের প্রাঙ্গনে তিনি ছিলেন এক সুপরিচিত ব্যাক্তিত্ব। তার আকস্মিক প্রয়ানে আমি আশ্চর্য হয়েছি যে তার মতন একজন ভালো মানুষ আমাদের সবাইকে ছেড়ে তাড়াতাড়ি চলে গেলেন। তার মতন মহান আত্মাকে ঈশ্বর সম্ভবত তাড়াতাড়িই ডাকেন।তাকে আমি সর্বদা একজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব হিসাবে স্মরণ করব যিনি স্নেহের সাথে তার প্রিয়জনদেরকে কিভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় তার জন্যে সুপরামর্শ দিতেন। আজ এমন মহান আত্মার শ্রাদ্ধ্যের দিনে আমার প্রণাম জানালাম এই লেখার মাধ্যমে।


- মধুমিতা ভট্টাচার্য্য, সুপ্রিম কোর্টের আইনজীবী, সি আর পার্ক, দিল্লি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.