বাংলাদেশের উন্নয়নে ভারতকে লাগে : বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন
নয়া ঠাহর ,শিলচর: বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন শিলচর সিলেট মৈত্রী সন্মেলনে ভারতের সহযোগিতা কামনা করে বলেন দুই দেশের উন্নয়ন ক্ষেত্রে একে অন্যের পরিপূরক ।বরাকের ইতিহাসে প্রথমবার শিলচর সিলেট উৎসবের সূচনা হল। মোমেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ৭১ লড়াই এ ভারত ১০ মিলিয়ন বাংলাদেশিকে ঠাঁই দিয়েছিল।কেন্দ্রীয় মন্ত্রী জি কৃষাণপি রেড্ডি,মিজোরামের রাজ্যপাল কে হরিবাবু এবং যার উদ্যগে এই মৈত্রী অনুষ্ঠান সেই শিলচরে সাংসদ রাজদীপ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই