কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে আম্বেদকর পুরস্কার পেলেন কবি চিন্তাবিদ নীতিশ বিস্বাস
বিশেষ প্রতিনিধি, কলকাতা,৫ ডিসেম্বর : এক ভাবগম্ভীর পরিবেশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সোমবার এক অনুষ্ঠানে আম্বেদকর পুরস্কার পেলেন কবি, চিন্তাবিদ ও সংগঠক নীতিশ বিশ্বাস।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিসকুমার চট্টোপাধ্যায় ও নিবন্ধক দেবাশিস দাস পুরস্কার স্বরুপ মানপত্র ও অন্যান্য দ্রবাদি দিয়ে সংবর্ধনা জানান নীতীশ বিশ্বাস সহ কল্যাণী ঠাকুর ও মেঘনাদ হালদারকে। অধ্যাপক বঙ্কিম চন্দ্র মন্ডল,মনোহর বিশ্বাস,সুব্রত বাগচি ও অনিল সরকার আম্বেদকরের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। পুরষ্কার পেয়ে নীতীশ বিশ্বাস বলেন, এ আমার জীবন সাধনার স্বীকৃতি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক
হিসেবে প্রায় এক দশক এই পুরস্কারের আয়োজনে জড়িত থাকা নীতিশ বাবু ১২ বছর বন্ধ থাকার পর এই পুরস্কার প্রদান ফের চালু হওয়ায় তিনি বেজায় খুশি বলেও জানান অনুষ্ঠানে।
কোন মন্তব্য নেই