Header Ads

কংগ্রেস ছাড়লেন মেঘালয় বিধান সভার প্রাক্তন অধ্যক্ষ

কংগ্রেস ছাড়লেন মেঘালয় বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ ।



ননী গোপাল ঘোষ -- 29 নভেম্বর -- শিলং

মেঘালয় কংগ্রেসে চলছে ভাঁটার টান। একের পর এক নেতা বিধানসভা ভোটের মুখে দল ছাড়ছেন । এবার সেই তালিকায় নাম লেখালেন কংগ্রেস নেতা ও মেঘালয় বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আবু তাহের মন্ডল। তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন  রাজ্য কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালার কাছে ।


সূত্রের খবর, আবু তাহের যোগ দিতে পারেন রাজ্যের শাসকদল এনপিপিতে। অন্য কোনও দলে তিনি যোগ দিচ্ছেন কিনা জানতে চাওয়া হলে আবু তাহের বলেন , ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি সব জানাবেন ।

আবু তাহেরের বিধানসভা কেন্দ্র ফুলবাড়ি বাঙালি ভোটার অধ্যুষিত এলাকা । ফুলবাড়ির বর্তমান বিধায়ক এসমাতুর মোমিনিন এনপিপি দলের । তবে সূত্রের খবর, এনপিপি এবার এসমাতুরকে দলীয় টিকিট নাও দিতে পারে । এনপিপি টিকিট দিতে পারে আবু তাহেরকে । বাঙালি আবু তাহেরের জনপ্রিয়তা রয়েছে ফুলবাড়িতে। গত বিধানসভা ভোটে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন এসমাতুর মোমিনিনের কাছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.