Header Ads

করিমগঞ্জ -বাংলাদেশ "নো ম্যানস ল্যান্ড "এ দুর্গাপুজো

নয়া ঠাহর,কলকাতা:অসমের করিমগঞ্জ -বাংলাদেশ  সীমান্ত ৯২  কিলো মিটার কাঁটা তারের বেড়া, দুই দেশের মাঝে "নো ম্যানস ল্যান্ড" যেখানে কোনো মানুষের স্থান নেই।এবার  মানিকপুর গ্রাম  সংলগ্ন  মানুষ হীন এলাকাতে ধূমধাম সহকারে সীমান্ত নিরাপত্তা বাহিনীর বা বি এস এফের সহযোগিতা নিয়ে পুজো হচ্ছে। দুই বাংলার মানুষ এই পুজোতে যোগ দেন। ভোর ৫টা  থেকে সীমান্ত গেট খুলে দেওয়া হয়।রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে। করিমগঞ্জ সহরের বহু মানুষ  মানুষ হীন প্রান্তরের পুজো দেখতে যান। সারা বছর সীমান্ত পাহাড়া দেওয়া বি এস এফ জওয়ান রাও পুজোর আনন্দে মাতে ।শারদীয় পুজো দুই বাংলাকে ছুঁইয়ে যায়, কাঁটা তারের বেড়া ও পুজোর পাঁচ দিন খুশি তে থাকে  ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.