Header Ads

বিজেপির নবান্ন অভিযানে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশ বিজেপি লড়াই ,অভিষেক বলেছেন " গুলি করতাম মাথার উপরে'

নয়া ঠাহর,কলকাতা  বিজেপির নবান্ন   অভিযান শান্তি পূর্ন হল না।  
সাঁতরা গাছি  রেল  চত্বরে ব্যাপক  অগ্নিগর্ভ  পুলিশের লাঠি চার্জ  টিয়ার  গ্যাস ,লঙ্কার  গুঁড়োর গ্যাস  ব্যাপক ইট বৃষ্টির ভয়ে  পুলিশ বাহিনী  ফিরে যেতে  বাধ্য হয়।   পুলিশের বিরুদ্ধে ইট বৃষ্টির  অভিযোগ উঠেছে  তৃনমূল  রাজ্যে বিজেপি আজ শক্তি  দেখালো আগে  দেখা  যায় নি। বিজেপি নেতা শুভেন্দু    অধিকারী কে আটক করা হয়েছে। লালবাজারের কাছে   পুলিশের  গাড়িতে আগুন  ধরিয়ে  দেওয়া হয়েছে।বিজেপি পুলিশ উভয়ই  কম বেশি আহত হয়েছে। বিজেপি কাউন্সিলার মিনা  দেবী পুরোহিত  আহত হয়েছেন . পুলিশ। কর্তা ওআহত হয়েছেনব এম জি  রোড অগ্নিগর্ভ এই রোডে বিজেপি  নেত্রী জখম  হয়েছেন।  রেলের লাইনের   পাথর   সংগ্রহ করে পাথর  বৃষ্টি  চলছে। সাঁত রাগাছি
স্টেশনে যে সব ট্রেন ঢুকছে সেই যাত্রীদের বিপ দে পড়তে হয়েছে।   তৃণমূল নেতা অভিষেক   বন্দ্যোপাধ্যায় আহত  পুলিশ অফিসার কে বলেছেন এই হামলার সময় "আমি  আপনার জায়গায় থাকতাম তবে মাথার উপর গুলি  করতাম।"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ""পাবলিকের চূড়ান্ত  হ্যারাস মেন্ট হয়েছে ইচ্ছা করলে পুলিশ  গুলি চালাতে পারতো।কিন্তু পুলিশ গুলি চালাক এটা  কাম্য নয়।"





 















 









































কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.