Header Ads

কলকাতায় বিজেপি র নবান্ন অবরোধ ,মুখ্যমন্ত্রী কলকাতা ছাড়লেন,পুলিশ বিজেপি কর্মীদের আটকাতে শুরু করে ,গণ্ডগোল অবধারিত

নয়া ঠাহর , কলকাতা:  বিজেপি র নবান্ন অভিযান    ব্যার্থ করার সব প্রয়াস শুরু করেছে   "তৃণমূল পুলিশ " । ,আলিপুর দুয়ার সহ উত্তর বঙ্গে র সব রেল স্টেশনে  হাজার     হাজার কলকাতা মুখী বিজেপি সমর্থক দের  পুলিশ  আটকায়  ।অনেক এলাকায় গণ্ডগোল হয়েছে।আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে মেদিনীপুর গেছেন।   বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার , সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিরোধী দলপতি শুভেন্দু  অধিকারী প্রমুখ   অভিযান সফল করতে  কোমর বেঁধেছেন ।    বিজেপি এই অভিযান কে দুর্নীতির চোর ধরা অভিযান আখ্যা দিয়েছে।   বিজেপি সভাপতি বলেন পুলিশ সরকারের পক্ষ এ কাজ করে সংবিধান  বিরোধীতা করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.