প্রজেকসেল ফাউন্ডেশনের অভিনব অনুষ্ঠান
#প্রজেক্ছেল ফাউন্ডেশনের
অভিনব প্রয়াস#
-----------------------------------------
নয়া ঠাহর গুয়াহাটি :১১/৯/২০২২ তারিখ,রবিবারে প্রজেক্ছেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাপিকা ও পরিচালিকা শ্রীমতী সীমা পুরকায়স্থ রয় প্রজেকশন পারফর্মিং আর্ট এন্ড কালচার একাডেমী অথবা পিপিএসিএর ছাত্র-ছাত্রীদের শিল্প-নৈপুণ্য, দক্ষতা উন্নয়ন, খেলা-ধুলা ইত্যাদি বিষয়ে প্রতিভা বিকাশ আর অনুপ্রাণিত করার জন্য একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। তদুপলক্ষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নাচ,গান,বক্তৃতা ও কবিতা আবৃত্তির চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথি যথাক্রমে - শ্রীমতী সুধন্যা বিশ্বাস (একাডেমী পয়েন্টর পরিচালিকা), শ্রীমতী মৌসুমী ভট্টাচার্যী (শিক্ষয়িত্রী) ও শ্রীমতী দীপান্বিতা মুখার্জী খান( লেখিকা ও সমাজ সেবিকা) । তাঁরা পিপিএসিএর শিল্প নৈপুণ্য, কম্পিউটার শিক্ষা আর দক্ষতা উন্নয়নের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শন করা ছাত্র-ছাত্রী এবং শিক্ষার ক্ষেত্রে অমূল্য অবদানের জন্য প্রশিক্ষকদের মেডেল, নাম্বার শিট আর মানপত্র প্রদান করেন।








কোন মন্তব্য নেই