Header Ads

মহালয়ার আগে বৃষ্টিতে ভাসবে , পুজোর বাজার মার খাবে

নয়া ঠাহর কলকাতা :মহালয়ার আগেই  আকাশের মুখ ভার ,আবহাওয়া বিভাগ সেই রকমই পূর্বাভাস দিচ্ছে।সোমবার থেকে টানা কয়েকদিন বৃষ্টি মেঘ কাবু করবে। বঙ্গোপসাগরে ঘূর্ণি ঝড়এর প্রভাব এই ঝাড় বৃষ্টি। অসম ,বঙ্গ সর্বত্র পুজোর কদিন  মেঘ মুক্ত নীল আকাশের গারেন্টি দিতে পারেনি আবহাওয়া দফতর। তার সঙ্গে ডেঙ্গু বাড়ছে। পুজোর সময়  অত্যধিক ভিড় করোনা সংক্রমন কিছুটা হলেও    বাড়বে।তবে সামগ্রীক ভাবে সংক্রমন অনেকটা কমেছে। দুবছর করোনা  এন্টিবডি তৈরি হয় নি বলে ডেঙ্গুর দাপট  বাড়বে। মুখে মাস্ক পরে দেবী দর্শন করতে হবে না । হু বলে দিয়েছে করোনার দিন শেষ । তবে ঝিরি ঝিরি বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ছাতা লাগবে।  বিদ্যুত এর লুকোচুরি খেলা তো থাকবেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.