কাশ ফুল দিয়ে বালাপোষ, হাঁসের পালক দিয়ে বালিশ
নয়া ঠাহর ,কলকাতা: পশ্চিম বঙ্গে বড় কোনও শিল্পপতি বিনিয়োগ করতে এলেন না। বড়শিল্প এলেই সিন্ডিকেট রাজ সক্রিয় হয়ে পড়ছে । লাখ লাখ টাকার কমিশন দাবি করছে।অফিসগুলিতে লাল ফিতার বাঁধন তো আছেই। লাখ লাখ বেকার।তাদের কর্মসন্থা নের পথ দেখাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ ভেজে ঘুগুনী রেঁধে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন। মমতা বলেন "বাড়িতে গিয়ে মা-কে বল ঘুগুনী রেঁধে দাও, চা বানিয়ে দাও পূজা মণ্ডপে গিয়ে বিক্রি করব।" হাতে পয়সা আসবে। অফিসারদের সামনে বলেন নদীর তীরে সাদা কাশ ফুল তা দিয়ে বালা পোষ তৈরি হতে পারে, ধনীরা কিনবে।হাঁসের পালক দিয়েও ভাল বালিশ হতে পারে।
কোন মন্তব্য নেই