Header Ads

দুর্গাপুজো বাঙালি র এই পুজোকে নিয়ে রাজ নীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অধীর চৌধুরী

নয়া ঠাহর কলকাতা     দুর্গা পুজো বাঙালি র নিজস্ব উৎসব। সারা বিশ্বে যেখানেই বাঙালি আছে দুর্গাপুজো ও আছে।  বঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোকে নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর  চৌধুরী।বিরোধী দলপতি চৌধুরী বলেন  তারা থাকুক বা না থাকুক দুর্গা মা আসবেন প্রতিবছর। এই পুজোর সঙ্গে বাঙালি র আবেগ ভালবাসা জড়িয়ে আছে।বিশ্বের সব প্রান্তে যেখানেই বাঙালি আছে পুজো হবেই হবে।তা নিয়ে রাজনীতি করা উচিত নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.