Header Ads

নিউজ পোর্টালের সংবাদিকদের ন্যূনতম আর্থিক সাহার্য্যের আবেদন

নয়া ঠাহর ,গুয়াহাটি: বুধবার গুয়াহাটি প্রেস ক্লাবে  রাজ্যের ডিজিটাল মিডিয়া  জার্নালিস্ট ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত  হয়।  সভাপতি  বেদব্রত বরার  পৌর হিত্যে অনুষ্ঠিত এই সভায়  সাংবাদিকদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। এই সভায়  বর্ষীয়ান সাংবাদিক তথা বাংলা পোর্টাল নয়া ঠাহর  -র  সম্পাদক অমল গুপ্ত বলেন ত্রিপুরা সরকার পোর্টালগুলিতে বিজ্ঞাপন দিচ্ছে। পোর্টাল নিয়ে কেন্দ্রীয় আইন  প্রণয়ন নিয়ে কথা চলছে  ,যতদিন না     তা কার্যকরী হচ্ছে ততদিন অসমের পোর্টাল গুলিকে  বিজ্ঞাপন   দেওয়া হোক ,নতুবা  মাসে  মাসে ২,৩হাজার টাকা করে আর্থিক সাহার্য্যের ব্যবস্থা করা হক।  সাংবাদিক দের সৎ  বস্তুনিষ্ঠ  নিরপেক্ষ নিউজ  করার প্রতি আহবান জানিয়ে বলেন "পেড নিউজ 'আর "ফেক নিউজ'" এর হাতছানি তে যেন  না পড়েন। টেলিগ্রাফ এর প্রাক্তন সাংবাদিক প্রণব বরা আইনগত বিষয়, নিউজ এর   ব্যবহারিক ভাষা    নিয়ে আলোক পাত করেন। সাংবাদিক বিধায়ক দাস ও   আইনটি এলে সাংবাদিকদের ভূমিকা কি হবে তা নিয়ে  পরামর্শ দেন।    রাজ্যের প্রায় ৫০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভাপতি বরা জানান আগামী ফেব্রুয়ারি মাসে  ফোরামের  বার্ষিক অধিবেশন আহ্বান করা হবে। তিনি প্রতি জেলাতে একটি করে কমিটি গড়ার পরামর্শ দেন। সাংবাদিক নয়ন জ্যোতি ভূঁইয়া  ভবিষ্যৎ কর্মপন্থা  নিয়ে  কিছু পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.