Header Ads

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে শেষ পর্যন্ত সিবিআই গ্রেফতার করে

নয়া ঠাহর,কলকাতা:  তৃণমূল দলের  বীরভূমের নেতা অনুব্রত মন্ডল একদিন বাজারে মাগুর মাছ বিক্রি করতো  আজ সে   বাংলাদেশে গরু   চোরা পাচার করে হাজার কোটি টাকার মালিক এই অভিযোগ করেন বিজেপি র   শুভেন্দু অধিকারী , তার অভিযোগের ঘন্টা  খানেক পর সি বি আই বীরভূমের বাড়ি ঘেরাও করে  অষ্টম শ্রেণী  পাশ  অনুব্র ত  কে  গ্রেফতার করে। অনুব্রত কোটি কোটি টাকা তৃণমূল দলের  বড় মাপের নেতাদের দিতেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ট বলে পরিচিত  বীরভূম  জেলার  তৃণমূল সভাপতি  মণ্ডল কে সিবিআই ১০বার  হাজিরার জন্যে নোটিশ দিয়েছিল সে হাজির হয় নি।   চন্দ্র নাথ অধিকারী নামে দক ডাক্তার স্রেফ সাদা কাগজে লিখে দেন  অনুব্রতর  শারীরিক অবস্থা জটিল তার রেস্ট দরকার   এক অপেরশন  করা জরুরি। পরে ডাক্তার দের ফোরাম জানিয়ে দেয় এই ভুয়া সুপারিশ। এর পর ওই  ডাক্তার হাসপাতাল ছেড়ে ভয়ে পালিয়ে যান।  অনুব্রত মুখ খুললে   তৃণমূল দলের  রাঘব বোয়াল রা আটকা পড়ে যাবে বলে বিজেপি অভিযোগ করেছে। গরু পাচার  কান্ড এ ৮আই  পি এস অফিসর  কে  ই ডি  তলব করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.