Header Ads

রাত দিন জাতীয় পতাকা তোলা যাবে,নতুন নির্দেশ কেন্দ্রের, অসমে ১৮কোটি টাকার জাতীয় পতাকা বিক্রি

  অমল গুপ্ত ,গুয়াহাটি: অসমে  স্বাধীনতার  অমৃত উৎসব উপলক্ষে  ব্যাপক উৎসাহ। উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিস্ময়ের কথা যাদের বাংলাদেশি মুসলিম বলে অবজ্ঞা করা হয় সেই  চর অঞ্চলে র মুসলিম দের  মধ্যেও বিরাট সাড়া,হাটে বাজারে দেদার পতাকা বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সরকার পতাকা উত্তলনে নতুন নিয়ম করেছে এখন রাত দিন পতাকা ঝুলিয়ে রাখা যাবে। শুধু খাদির কাপড় নয় ,সিল্ক,উল,পলিয়েস্টর দিয়েও পতাকা তৈরি করা যাবে।  তিন  ফুট লম্বা দুই ফুট চওড়া  মাপের হিসাবে পতাকা হবে। দেশে ১৩আগস্ট থেকে ১৫আগস্ট পর্যন্ত  প্রত্যেক বাসস্থান, কার্য্যলয়, ব্যবসা প্রতিষ্ঠান পতাকা তোলা হবে। পতাকা তোলার সঙ্গে নিজের সেলফি পোস্ট করার ।পরামর্শ দিয়েছে কেন্দ্র।  harghartiranga.com এ গিয়ে   পোস্ট করতে হবে। নিজের পরিচয়ের সঙ্গে দেশ প্রেমের ,জাতীয়তা বোধের ক উজ্জ্বল ছবি ফুটে উঠবে।  দেশ বাসী জানতে পারবে । অসমের অধিকাংশ গাড়ির কাঁচে "১৩-১৫আগস্ট ঘরে ঘরে জাতীয় পতাকা ,ত্রিবর্ন জাতীয়  পতাকা নীল আকাশের নিচে লেখা পোস্টার   সাঁতা হয়েছে। অসম  সরকার ৫০লাখ পতাকা কিনেছে। ২০ কোটি টাকা র পতাকা বিক্রি হয়েছে।  রাজ্যের বিশিস্ট ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা দিয়ে  আসছেন। অসম বিধানসভা ভবন থেকে শুরু করে রাজ্যের  সব  সরকারি ভবনে জাতীয় পতাকার রঙে আলোক  মালাতে সাজানো হয়েছে।  এই উপলক্ষে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।   শুধু পতাকা র  নামে  কোটি কোটি টাকা ব্যায় করা হচ্ছে।তিন দিন পতাকা উড়বে  তারপর? রাস্তা ঘাট নর্দমা সব ফেলে  দেওয়া পতাকা তে ভরে যাবে।  জাতীয়   পতাকা কে  প্রকৃত সম্মান জানাবার মানসিকতা আজও তৈরি হয় নি।  সরকারের  কড়া নির্দেশনা মানতে   মাত্র তিন  দিন   চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.