রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পদ্মশ্রী ডা:ইলিয়াস আলী
নয়া ঠাহর,গুয়াহাটি: ভারতবর্ষ এক মহান দেশ ,সব জনগোষ্ঠী ,ভাষাভাষী ,,জাতি ধর্ম নির্বিশেষে সাংবিধানিক ঐতিহ্য পরম্পরা রক্ষা করে পাশাপাশি সদ্ভাবের সঙ্গে বস বাস করে আসছে , আজ এই মন্তব্য করে পদ্মশ্রী ডাক্তার ইলিয়াস আলী উদ্বেগের সঙ্গে বলেন,সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বিভেদকামী দেশ বিরোধী শক্তি দেশের মধ্যে এক অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে চার পাশে হিংসা ছড়াচ্ছে । এই শক্তিকে পরাভূত করার লক্ষ্যে আমাদের সবাইকে একজোট ভাবে দাঁড়াতে হবে ,বিভেদ কামী শক্তি যাতে মাথা তুলতে না পারে। গুয়াহাটি হাতিগাঁও অঞ্চলের গ্লোবাল হাসপাতালের কর্ণধার ডাক্তার আলী আজ ঈদ উপলক্ষে রাজ্য বাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কোন মন্তব্য নেই