এবার বেলঘড়িয়া তে ৩০কোটি টাকার হদিস
নয়া ঠাহর,কলকাতা: টালিগঞ্জের পর এবার বেলঘড়িযার এক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। ৪টি মেশিন টাকা গুনছে।গভীর রাত পর্যন্ত গোনা চলছে। এর আগে ২২কোটি টাকা পাওয়া গেছে। কুবেরের পর এবার যখের ধনের তল্লাশি চলছে। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় আর তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জী র এই কুবেরের ধনের সঙ্গে শিক্ষক মোনালিসা দাস ও আছেন বলে অভিযোগ এসেছে, যিনি আবার বাংলাদেশ এ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে দেখা গেছে। অর্পিতার টাকার বান্ডিলের মধ্যে বহু কোটির ডলার পওয়া গেছে। বেলঘড়িযার ফ্ল্যাটের বাথ রুম থেকে ৩০কোটি টাকা আর ১কোটি টাকার সোনার বাট পাওয়া গেছে বলে জানা গেছে।
।
কোন মন্তব্য নেই