Header Ads

৮৫ বছরের পঙ্গু বৃদ্ধাকে ২১বছর পরেও বিদেশি তকমা

নয়া ঠাহর,গুয়াহাটি: কামরূপ জেলার ট্রিলচন করিতল গ্রামের ৮৫  বছরের  বৃদ্ধা ভানুমোতি  বারুই নামে চমরিয়া থানা বিদেশি  নোটিশ পাঠিয়েছে। সারা অসম বাঙালি পরিষদ এই অভিযোগ করেছে।পরিষদের স্থানীয় নেতা সঞ্জয়  সরকার  সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন প্রয়াত গোপাল বারুই এর পত্নী ভানুমতির বাবা মধুসূদন এর১৯৬৫সালের ভোটার তালিকাতে নাম আছে। শুধু হিন্দু বাঙালি হওয়ার জন্যেই সীমান্ত পুলিশ নোটিশ পাঠাচ্ছে।নথি বলছে ২০০১সালে ভানুমতীকে ভারতীয় বলে আদালত রায় দিয়েছিল। ২১বছর পরে আবার বিদেশি তকমা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.