Header Ads

ভারত বন্ধু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন,কাল ভারতে রাষ্ট্রিয় শোক

নয়া ঠাহর ,গুয়াহাটি:জাপানের প্রাক্তন প্রধান মন্ত্রী শিনজো আবে  এক নির্বাচনী সভায় ভাষণ দেবার সময়  গুলিবিদ্ধ হয়ে মারা  যান।  ৬৭বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী  টোকিও  নারা এলাকার    ভাষণ দিচ্ছিলেন। এক যুবক সাংবাদিক সেজে  কাছ থেকে  গুলি করে। ভারতের সঙ্গে  বন্ধুত্তপূর্ন সম্পর্ক  থাকা  আবে এই দেশে ৫বার এসেছেন।কা আন্দোলনের সময় অসমে আসার কথা ছিল। কাল ভারতে রাষ্ট্রিয় শোক  দিবস পালন করা হবে। রাষ্ট্রপতি ,প্রধানমন্ত্রী ,কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ,সোনিয়া গান্ধী,মনমোহন সিং প্রমুখ শোক প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.