Header Ads

শ্রীমন্ত শঙ্কর দেব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব

নগাঁওতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বিশ্ববিদ্যালয়ের নবম বার্ষিক প্রতিষ্টা দিবস উদযাপন।
সুনীল রায় নগাঁও ১১ জুন :- আজ নগাঁও খগেন মহন্ত প্রেক্ষাগৃহে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বিশ্ববিদ্যালয়ের নবম বার্ষিক প্রতিষ্টা দিবস সারা দিন ব্যাপী কার্যসূচীরে অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে অনুষ্ঠিত সভাতে মূখ্য অতিথি হিসেবে অংশ গ্ৰহন করে বিশিষ্ট সাহিত্যিক সাহিত্য অকাভেমি বোঁটা প্রাপক দিগন্ত বিশ্ব শর্মা তিনি ভাষন প্রসঙ্গে বলেন যে জীবনের গুণ নির্ভর করবে লক্ষের উপরে লক্ষ্য মহান হলে জীবন‌ মহান‌হবে। তিন ভাষনে আরও বলেন যে বক্তৃতা আমার প্রবৃত্তি না। কিন্তু বক্তৃতা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিজের ভাষনে শর্মাই উপনিষদের নচিকেটার কাহিনী উল্লেখ্ করে বলেন -নচিকেটাই শ্রদ্ধার মাধ্যমে অসাধ্য সাধন করতে পেরেছিল।সমাজ রাষ্ট্র আামাদের পরনির্ভরশীল থাকাটি চায়।আমার অন্তরে থাকা নচিকটাকে জাগ্ৰত হতে দেয়না। শচীন টেন্ডুলকার, লতা যাংগেশকার এইসকলের জীবনের ব্রত নিয়ে জন্ম হয়নাই।এই সভাতে শ্রীমন্ত শঙ্করদেবে সংঘের প্রধান সম্পাদক বাবুল বরাই সংবাদ মাধ্যমের সম্পূখে মন্তব্য করে বলেন যে, বিশ্ববিদ্যালয়ের জন্য‌ আবন্টিত মাটি সম্পর্কে মন্তব্য করে বলেন যে, সরকারী ভাবে পুনর ৬০ বিঘা মাটি আবন্টিত হয়েছিল যদিও আজ প্রর্য্যন্ত বিশ্ববিদ্যালয়ে তার কোনো নথিপত্র পাইতে সক্ষম হয়নাই।বিষয়ার আনিয়া না আন্য কিছু তার কারন জানতে পারিনাই।নথিপত্রনা পাওয়া সেইটি রহস্যের আবর্তে।এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃদুল হাজারিকা, নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, সংঘের উপদেষ্টা প্রধান সম্পাদক প্রমূখ্য করে বহু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ভাষন প্রদান করে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.