Header Ads

শিলচর শহরের আর্তনাদ শুনতে পাচ্ছেন?

অমল গুপ্ত,গুয়াহাটি,:কান  পাতলে শোনা যাবে তীব্র  আর্তনাদ, এক ফোটা  পানীয় জল নেই,খাদ্য  নেই,ইন্টারনেট নেই ,নেই মোবাইল  জীবন দায়ী  ঔষধ নেই আছে কি? অবশ্যই  নোংরা রাজনীতি আছে।শত বছরের প্রাচীন শিলচরে শহর কে উন্নয়নের পথে নিয়ে  নিয়ে যায় নি কংগ্রেস, অগপর নেতা মন্ত্রীরা ।সব পকেট ভরিয়েছে  আজ বিজেপি ও সেই পথে  যাচ্ছে।হাত গুটিয়ে বসে মোদির ছবি ,হিন্দু মুসলিম বিভাজন করেই কেল্লা ফতে।উন্নয়ন দরকার নেই।  দেশের বাণিজ্য নগরী মুম্বাই উঠে এসেছে গুয়াহাটিতে ,পাঁচ তারা হোটেলে ।রেডিসন ব্লু তে , দেশের সবচেয়ে প্রাচীন  হিন্দুত্ববাদী দল শিব সেনার  প্রধান দফতরে  পরিনত হয়েছে  বিজেপি র  সৌজন্যে।  সাত দিনে 70 টি রুম বুক করেছেন শিবসেনার বিদ্রোহী শিবির ,56 লাখ টাকা দিয়ে।প্রতিদিন  খাওয়া বাবদ খরচ 8লাখ 50 হাজার। 3,4টি  চার্টার্ড  বিমানে  50 জন আরব সাগর থেকে  এসেছেন গুয়াহাটি শহরে।কলকাতা, দিল্লি ,পুনে  মুম্বাই , থেকে প্রায় 70 জন সাংবাদিক এসেছেন  শিলচরে  যন্ত্রনা কভার করতে নয়, এসেছেন   মহারাষ্ট্রের ঠাকরে সরকারের ঘোড়া  কেনা বেচায় কোন গোষ্ঠী জিতবে। ভোর 4টা থেকে গভীর রাত পর্যন্ত  অত্যাধুনিক যন্ত্র মাধ্যমে আরব সাগরের তীরে   খবর   পৌছিয়ে দেওয়া হচ্ছে। সেই সময় টুকু যদি  সরকার শুধু পানীয় জল পৌছিয়ে দিত তবে বন্যা পীড়িত  শিলচর বাসীর কাছে।বিলাসী হোটেল প্রতিদিন আট লাখ  টাকা খাদ্য বাবদ খরচা হচ্ছে। অভুক্ত  শিলচরে র অর্ধেক পেট ভরে খেতে পেতেন। মুখ্যমন্ত্রী   হিমন্ত বিশ্ব শর্মা তো বলেই দিলেন তাদের প্যাকেজ দরকার নেই  যথেষ্ট টাকা আছে।  মুখ্যমন্ত্রী   কি  সিলচরবাসীর    কাতর আহ্বান শুনতে পান ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.