Header Ads

শিলচরে র বন্যা মানবসৃষ্ট? মুখ্যমন্ত্রী র অভিযোগ তদন্ত হবে কি?

 অমল গুপ্ত, গুয়াহাটি:শিলচর থেকে ফিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা অভিযোগ করেছেন সিলচরের বন্যা মানুষের ভুলের  জন্যে হয়েছে।তা মানবসৃষ্ট। তা প্রাকৃতিক দুর্যোগের জন্যে হয়নি।বেতু কান্দি বাঁধ কেটে দেওয়ার ফলে শিলচর ডুবেছে।এত বড় অভিযোগের পর দোষীদের শাস্তি হবে না?  ।সাংসদ  রাজদীপ  রায় কি হাত গুটিয়ে বসে থাকবেন।? এতো গেল মানুষের ভুল।শহরে  বার বার ডাকাতি  হচ্ছে কেন? তাও  কি  মানুষের  ভুলে? দক্ষিণ অসমের বাঙালি প্রধান  ঐতিহ্য মণ্ডিত শহর   শিলচর রাস্তাঘাট  নর্দমা  পরিকাঠামো  আছে কি? বন্যার জল বেরোবার রাস্তা কোথায়?  বাংলা ভাষার  সাইন বোর্ড মুছে ফেলার ক্ষেত্রে সরকারি প্রশাসন    বেশ তৎপর, বিদেশি নোটিশ ধরাবার ক্ষেত্রে বেশ তৎপর। ।পরিকাঠামো উন্নয়নে  তৎপরতা কোথায়? এক বোতল জলের জন্যে শিলচর বাসী কাঁদছেন
  অতীতে কোনো দিন  এমন দূর্যোগ  কেউ  দেখেছেন কি ? কংগ্রেস   , অগপ আমলে বরাকের মন্ত্রী রা সব লুটে  পুুঁতে  খে যে ছে।এখন   বিজেপি কাজ করছে। স্বীকার  করতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.