Header Ads

অম্বুবাচী মেলার দ্বিতীয় দিন

#বাস্তববাদী

🌺 অম্বুবাচী 🌺

'অম্বুবাচী' শব্দটির আক্ষরিক অর্থ হল অম্বু বা জল সূচনা।শাস্ত্রমতে আষাঢ় মাসের শুরুতে পৃথিবী যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী বলে মনে করা হয়।সূর্যের দক্ষিণায়ণের দিন থেকে তিনদিন অর্থাৎ মাসের ৭ তারিখ থেকে ১০ তারিখ পযর্ন্ত দিনগুলোতে অম্বুবাচী পালন করা হয়।তিনদিনের পরের দিনটিকে বলা হয় 'অম্বুবাচী নিবৃত্তি'।এরপরেই চাষিরা আবার চাষাবাদ শুরু করতে পারেন।

🌺🌺🙏  জয় মা কামাক্ষ‍্যা  🙏🌺🌺

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.