Header Ads

প্রাক্তন মুখমন্ত্রীর নিরাপত্তার গাড়ী দুর্ঘটনা গ্রস্ত

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একটি জামার দূর্ঘটনা গ্ৰস্ত।
সুনীল রায় নগাঁও ১১জুন নগাঁওযের কৃষ্ণাইঘাটে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একটি জামার বাহন দূর্ঘটনা গ্ৰস্ত হয়। পুলিশ সূত্রে জানতে পারা মতে এ এছ ০১ই এ ৩১৬৭টাটা সাফারী ষ্টম (জামার)বাহনটি দূর্ঘটনাগ্ৰস্ত হয়। উল্লেখ্য যে ডিব্রুগড়ের হতে এসে থাকা অবস্থাতে কৃষ্ণাইঘাটে বাইপাসের আগে যেতে থাকা একটি বাহনকে পিছনদিক হতে বাহনটি কে খুন্দামারার ফলে এই দূর্ঘটনা সংঘটিত হয়।দূর ঘটনাটিতে সামান্য‌ পরিমানে আঘাতপ্রাপ্ত হয় বাহনটি তে থাকা দিলীপ নিকচন নামের ব্যক্তিজন।পরবর্তী সময়ে ঘটনাস্থলীতে বেবেজীয়ার পুলিশ উপস্থিত হয়ে দূর্ঘটনা গ্ৰস্ত বাহনটি এবং আহত ব্যক্তিজনকে উদ্বার করে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.