এভারেস্টের শিখরে বাঙালি কন্যা পিয়ালী বসাক
নয়া ঠাহর,কলকাতা:রবিবারের সকালে বিশ্বের উচ্চতম চূড়া এভারেস্ট স্পর্শ করলেন চন্দননগরের কানাই লাল বিদ্যমন্দিরের ইংরেজি শিক্ষিকা পিয়ালী বসাক। তিনি ৮৮৪৮ মিটার সামিটে পৌঁছান। খারাপ আবহাওয়া র জন্যে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য নিতে হয়েছিল পিয়ালী কে। এর আগে পিয়ালী ঢৌলাগিরি মানাসালু শৃঙ্গ জয় করেছেন। বাঙালি হিসাবে সত্যব্রত দাম, শিপ্রা মজুমদার, বসন্ত সিংহ রায়, দেবাশীষ বিশ্বাস প্রমুখ এভারেস্ট জয় করেন।
কোন মন্তব্য নেই