Header Ads

পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন

নগাঁওযের পুলিশ সুপার লীনা দলের সাংবাদিক সন্মিলন ।
সুনীল রায় নগাঁও ১১মে :- নগাঁও জেলার কলিয়াবরমহকুমার অন্তর্গত রুপহীহাট পুলিশ থানার এলেকাধীন মাগুরমারীতে গতকাল সন্ধ্যাতে সংঘটিত হ ওয়া ঘটনাটিতে আঘাত প্রাপ্ত ব্যক্তি জনকে দুর্বৃত্তে গুলি করে নাই।তার মাথাতে দৃর্বৃত্তে পিস্তল দিয়ে মেরে খারাপ ভাবে আঘাত করেছিল।এই কথা প্রকাশ করেছে নগাঁও জেলার পুলিশ সুপার লীনা দলৈর।আজ বিকালে পুলিশ সুপার জনে সংবাদ মাধ্যমের কাছে এই কথা প্রকাশ করে বলেন যে-বেংকের গ্ৰাহক সেবা কেন্দ্রের স্বতাধিকারী হুমায়ূন কবির এবং নুর আলম একটি মটর সাইকেলে কাযৈইমারীতে এসে থাকা অবস্থাতে গতকাল সন্ধ্যা সাতটার সময়ে দুটি মটর সাইকেলে আসা স- শস্ত্র দুর্বৃত্তের দলে আগচি ধরে। দুর্বৃত্তে শূণ্যতে গুলী চালনা করার পর হুমায়ুন কবিরের মাথাতে আঘাত প্রাপ্ত করে হুমায়ূন কবিরের মাথাতে আঘাত প্রাপ্ত করে হুমায়ূন কবিরের হাতে থাকা টাকার বেগ কেরে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।ঘটনাস্থলীতে বহু লোক সমবেত হ ওয়ার সাথে নগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব বরা এবং কলিয়াবর মহকুমার পুলিশ বিষয়া মৃন্ময় দাস ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে।ঘটনাস্থলীতে কিছু রক্তের দাগ এবং পিষ্টলের একটি খালী কার্টিজ উদ্ধার করতে সক্ষম হয়।আহত ব্যক্তিজনে এবং তার সহযোগী জনের ভাষ্য অনুযায়ী হুমায়ূন কবির ঘটনাটিতে গুলী বিদ্ধ হয় নাই। সম্প্রতি তিনি চিকিৎসাধীন বলে পুলিশ সুপার জনে সংবাদ মাধ্যমের কাছে জানতে দেয়।ঘটনা সম্পর্কে পুলিশে তদন্ত আরম্ভ করেছে এবং গতকাল রাতে ৬জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।অতি শীঘ্রই দোষীকে করায়ত্ত করতে সক্ষম হবে বলে তিনি প্রকাশ করেন।আন্যদিকেসাংবাদিকে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার লীনা দলৈই্ বহু বিতর্কিত পলাতক অভিযুক্ত মৃদুপবন‌‌ বরা সম্পর্কে বলেন যে- মৃদুপবন বরাকে করায়ত্ব করার জন্য অভিযান অব্যাহত আছে এবং শীঘ্রেই নগাঁও পুলিশে গ্ৰেপ্তার করতে সক্ষম হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.