Header Ads

দেশের বড়লোকদের স্বার্থে আইন ব্যবস্থা গরিবরা পাত্তা পাচ্ছেনা :বিচারপতি দীপক গুপ্ত

নয়া ঠাহর,কলকাতা:দেশের বর্তমান  আইন ব্যবস্থা তে  বড়লোক রা উপকৃত হচ্ছে।গরিব রা কোনো সুবিধা পাচ্ছে না। সুপ্রিমকোটের অবসারপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্ত তাঁর শেষ ভাষণে দেশের আইন ব্যবস্থা  সম্পর্কে এই মন্তব্য করে জান। তিনি বলেন ধনী শ্রেণী আর বাহুবলি রা আইনের সুযোগ নিচ্ছেন।গরিবরা পাত্তাই পাচ্ছে না। এমন কি মামলার বিলম্ব  করে দেওয়ার জন্য ও আইনজীবীরা আদালতে  ছোটেন।আর বিচারক রাও মাথা   নত  করেন। গরিবের মামলা বছরের পর ঝুলে  থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.