রাষ্ট্রদ্রহিতা আইন মুলতুবি,আর নয়া মামলা নয়, গ্রেফতারি নয়
নয়া ঠাহর,কলকাতা:দেশের রাষ্ট্রদ্রহিতা আইন,সুপ্রিম কোর্ট মুলতুবী করে দিল।আর কাউকে এই আইনে গ্রেফতার করা যাবে না।জামিনের সুযোগ থাকবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা।মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল কেন্দ্র আইনটি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে,তা না হওয়া পর্যন্ত আইন টি আপাতত মুলতুবি থাকবে। মামলাকারীদের আইন জীবী কপিল সিববল জানিয়েছেন বর্তমানে সারা দেশে৮০০ বেশি রাষ্ট্রদ্রহিতা র মামলা প্রায় ১৩ হাজার মানুষ জেল বন্দি।ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সহ বিভিন্ন সংস্থা বলছে ২০১০সাল থেকে১০৯৩৮জনের বিরুদ্ধে এই আইনে মামলা ঝুলছে। বিজেপি সরকারের আমলে ৬৫শতাংশ মামলা , এই আইনে গত ৬বছরে৫৪৮ জন কে গ্রেফতার করা হয়েছে।
কোন মন্তব্য নেই