Header Ads

কটন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্ৰ স্মরণ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ১৫ই মে কবিপক্ষের ছিল শেষ রবিবার। কটন বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা এবং কটন ছাত্ৰ সংস্থার যৌথ উদ্যোগে এদিন সারাদিন ব্যাপী গুয়াহাটিতে রবীন্দ্ৰনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হল।‘কবি-পক্ষে রবি প্ৰণাম, সবার হৃদয়ে রবীন্দ্ৰনাথ ’ শীর্ষক অনুষ্ঠানে প্ৰধান অতিথি কন্ঠ শিল্পী মনীষা হাজরিকা, ভারত কন্ঠ দেবজিৎ সাহা, জি টিভি বাংলা টপ থ্ৰি চন্দ্ৰা সিকদার, সুদীপ্তা চক্ৰবর্তী, প্ৰাক্তন কটনিয়ান যুব প্ৰজন্মের অত্যন্ত জনপ্ৰিয় গায়ক রূপম ভুইঞা, মৌসুমী সহরিয়া, অনিন্দিতা পাল, শিল্পী তরুন কলিতা, বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, অসম বিধান সভার প্ৰাক্তন সদস্য শিলাদিত্য দেব প্ৰমুখ উপস্থিত ছিলেন।

 

কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের জীবন দর্শনের ওপর আলোকপাতের পাশাপাশি এদিন দুপুর থেকেই কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের পরিচালনায় চলতে থাকে রবীন্দ্ৰ নৃত্য, গান, আবৃত্তি সমেত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।বিকেল ৪টের পর স্থানীয় শিল্পীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্ৰধান ড০ প্ৰশান্ত চক্ৰবর্তীর আমন্ত্ৰণে এদিন ‘সৃষ্টি’ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে পরিবেশন করা হয় ‘ঋতুরঙ্গ’। 

 

নৃত্য শিল্পী পিংকী রায় এবং শর্মিষ্ঠা দেব- এর নেতৃত্বে ক্ৰমে জয়িতা নন্দী, দিশিতা বসু, পাপরি চক্ৰবর্তী, সুচেতনা সরকার, বেদিকা রায়, তাপসী নন্দী, প্ৰিতিষা রায় ঋতুরঙ্গে অংশগ্ৰহণ করেন। আধঘন্টার এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বাচিক শিল্পী রিংকি মজুমদার। এদিনের অনুষ্ঠানের পরবৰ্তী অংশে কন্ঠশিল্পী মহুয়া চক্ৰবর্তী, শিশু শিল্পী অভিলাষা চক্ৰবর্তী ছাড়াও স্থানীয় আরও বহু সাংস্কৃতিক মনস্ক প্ৰখ্যাত শিল্পীরা অংশগ্ৰহণ করেছেন। পরবর্তী পর্বে কন্ঠ শিল্পী দেবজিৎ সাহা এবং তাঁর স্ত্ৰী বন্দনা সাহা, অনিন্দিতা পাল, মৌসুমী শহরিয়া রূপম ভুইঞা এঁরা সকলেই নিজেদের কন্ঠের জাদুতে দর্শক এবং শ্ৰোতাদের মুগ্ধ করেছেন।এদিনের রবীন্দ্ৰময় সাংস্কৃতিক সন্ধ্যায় আরও বহু প্ৰখ্যাত শিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্য মাত্ৰায় পৌঁছে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.