নওগাঁ শহরে কলং নদী বিপদ সীমার উপরে
আজ ও নগাঁও শহরে কলং নদী বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
সুনীল রায় নগাঁও ২২মে :-নগাঁও জেলার নগাঁও শহর কে ধরে জেলাটির বিভিন্ন প্রান্তে বন্যার পরিস্থিতি সামান্য উন্নত হয়েছে যদিও এখনো জটিলতা দূর হয় নাই।নগাঁও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কলং নদীর গত তিনদিন ধরে ফুলে উঠাতে শহরটির বন্যার পরিস্থিতি জটিল হয়ে আছে।গতকাল শহরটির মিরপুরের একটি সড়ক এবং শহরটির গায়ে লেগে থাকা হরহরীয়া জানের শ্লুইস গেট কলের জলে ভেঙ্গে দেওয়াতে শহরটির একাংশ এলেকার সাথে এর পাশ্ববর্তী এলাকার বিভিন্ন অঞ্চল জলে প্লাবিত করেছে। শহরটির শিবনগর কল়ংপার পথ , মিলনপুরের একাংশ ,চকীটুপ, বৈদ্যটুপ, ভূঞাপট্রি, পুলিশ রিজার্ভ, নেহেরু বালি, দক্ষিণ হযবরগাঁত্তের একাংশ কলঙেরজলে প্লাবিত করেছে। তাছাড়া শহরটির পাশ্ববর্তী লেখা শিয়ালমারী, হাতীপারা, শেনচোয়া, ডাকরঘাটের কিছু অংশ জলে প্লাবিত করেছে।আজ জল সম্পদ বিভাগে জানানো তথ্যমতে কপিলী এবং কলং নদীর জলপৃষ্ট হ্রাস পেয়েছে যদিও এই দুটি নদী বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।যার জন্য জেলা টির বন্যার পরিস্থিতি জটিল হয়ে আছে। সূত্র টি জানানো মতে কপিলী নদীর জলপৃষ্ট বহু পরিমানে হ্রাস পেয়েছে যদিও আজ কামপুরে কপিলী নদীর বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে আছে।আন্যদিকে কলং নদীর জলপৃষ্ট কিছু হ্রাস পেয়েছে যদিও আজ বিকালে কলং নদী বিপদ সীমার ১:৪৯ মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।একেই ভাবে রহাতে কলং নদীর জলপৃষ্ট পূর্বের তুলনায় বহু পরিমানে হ্রাস পেয়েছে যদিও আজ ও বিপদ সীমার ১মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।আন্যদিকে জেলা টির শিলঘাটে ব্রহ্মপুত্র নদী বিপদ সীমার ৭৭ছেন্টিমিটার নীচে বয়ে যাচ্ছে। জেলা প্রশাসনে জানানো মতে আজকের তারিখে নগাঁও জেলাতে২৩৭টি গ্ৰাম বন্যার কবলে পরেছে।এর রহা রাজস্ব চক্রের ৮২টি, নগাঁও রাজস্ব চক্রের ৫৬টি, কামপুর রাজস্ব চক্রের ৯৮টি গ্ৰাম বন্যারকবলে পরেছে। জেলা টির ৩৪৫৮৩৬জন লোক বন্যাতে আক্রান্ত হয়েছে।১৪৭১০,২৪হেক্টর কৃষি জমি ক্ষতি সাধন হয়েছে। আজকের তারিখে নগাঁও জেলাতে৪৮টি আশ্রয় শিবির সক্রিয় হয়ে আছে।
কোন মন্তব্য নেই