Header Ads

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে বরেণ্য আবৃত্তি শিল্পী হাসান আরিফের স্মরণ সভা

নয়া ঠাহর প্রতিনিধি,ঢাকা, ২২ মে :  সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আবৃত্তিশিল্পী হাসান 
আরিফ-র নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 
নাগরিক স্মরণ সভায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন এমপি, অধ্যাপক এম এম আকাশ, বজলুর রশীদ ফিরোজ, শাহরিয়ার কবির, প্রফেসর ডাঃ কামরুল হাসান খান, প্রফেসর ডাঃ শরফুদ্দিন আহমেদ, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, ড. মুহাম্মদ সামাদ, লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, মিনু হক, মুন্নী সাহা, মিলন কান্তি দে, মিজানুর রহমান, কাজী মিজানুর রহমান, রাবেয়া রওশন তুলি।
নাগরিক স্মরণ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আহকাম উল্লাহ্।নাগরিক স্মরণ সভায় হাসান আরিফকে নিবেদিত সঙ্গীত "তোমারো পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি" পরিবেশন করেন জোটের সঙ্গীতশিল্পীবৃন্দ এবং 
হাসান আরিফ নির্দেশিত আবৃত্তি প্রযোজনা "মহাবিজয়ের মহানায়ক" পরিবেশন করেন জোটের আবৃত্তিশিল্পীবৃন্দ।
শোকগাঁথা পাঠ করেন বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.